ফুটবল মানেই ব্রাজিলের ওপর প্রত্যাশার বাড়তি চাপ। হোক সেটা ছেলেদের ফুটবল কিংবা মেয়েদের। বিশ্বকাপ হলে তো কথাই নেই।
ছেলেদের মতো মেয়েরাও ফিফা বিশ্বকাপে ভালো করেছে। যদিও শিরোপা জিততে পারেনি। তবে আট আসরের মধ্যে সেলেসাও নারীরা ১৯৯৯ বিশ্বকাপে তৃতীয় হয়ে শেষ করেছে। ২০০৭ সালের আসরে রানার্স আপ হয়েছে। তারাই এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মেয়েদের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে গোল শূন্য সমতায় শেষ করেছে মার্তা-দেবিনহা-আদ্রিয়ানারা। লজ্জায় বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।