গ্রীসে ঐতিহাসিক ছাত্র আন্দোলনের বর্ষপূর্তিতে ফিলিস্তিনি পতাকা বহন করে শোক মিছিল

0
20
গ্রীসে ফিলিস্তিনি পতাকা বহন করে শোক মিছিল

গ্রীসে সামরিক শাসনের পতন ঘটাতে সাহায্যকারী ছাত্র আন্দোলনের ৫১ তম বার্ষিকী উপলক্ষে এথেন্সে মিছিল করেছে প্রায় ২৫ হাজার মানুষ। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ব্যারনস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গ্রীসে ১৯৭৩ সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের বর্ষপূর্তিতে প্রতি বছর এই শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। সেই ছাত্র আন্দোলনে মোট ২৪ জন নিহত হয়েছিলো।

মিছিলটিকে কেন্দ্র করে প্রায় ৫ হাজার ৫শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও মার্কিন ও ইসরায়েলি দূতাবাসসহ গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে স্পেশাল স্কোয়াড, ড্রোন এবং হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলটিকে কেন্দ্র করে শহরের কেন্দ্রের বেশিরভাগ অংশ ট্র্যাফিকের জন্য বন্ধ করে দেয়া হয়েছিলো এবং কেন্দ্রীয় এথেন্স মেট্রো স্টেশনগুলোও তাড়াতাড়ি বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।

মিছিলটি পলিটেকনিক ক্যাম্পাস সদর দফতরে শুরু হয়েছিল। এ সময় অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকাও বহন করে। বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন সুশীল সমাজ গোষ্ঠী, স্বৈরাচার বিরোধী দল, শ্রমিক সংগঠনগুলো স্নায়ুযুদ্ধের সময় গ্রীক সামরিক স্বৈরশাসনের প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন দূতাবাসের দিকে এবং তারপরে ইসরায়েলি দূতাবাসের দিকে যাত্রা করে।

উল্লেখ্য, ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন সদস্যরা ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে বলে স্লোগান দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.