গোপন প্রেমে রুহবাবা? ফাঁস করলেন মঞ্জুলিকা

0
7
বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত কার্তিক, তাঁর সঙ্গী বিদ্যা বালা

১ নভেম্বর দীপাবলিতেই বক্স অফিসে নামছে ‘মঞ্জুলিকারা’। তাঁদের নিয়ন্ত্রণের ভার ‘রুহবাবা’ তথা কার্তিক আরিয়ানের হাতে। ‘ভুলভুলাইয়া’ সিরিজ দিয়ে কার্তিক নতুন করে জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। বর্তমানে নতুন প্রজন্মের ব্যস্ততম তারকা তিনি। ‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর আর পেছনে তাকাতে হয়নি রুহবাবাকে। আমূল পাল্টে গেছে ভাগ্য।
বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত কার্তিক। তাঁর সব সময়ের সঙ্গী সবার প্রিয় মঞ্জুলিকা বিদ্যা বালান। সিনেমার শুটিং থেকে প্রচার— সবকিছুতেই আছেন একসময়ের বাংলা সিনেমার অভিনেত্রী। ছবির কাজের সুবাদে কার্তিক আরিয়ানকে খুব কাছ থেকে দেখছেন বিদ্যা বালান।

কার্তিক আরিয়ান। আইএমডিবি

সে কারণে কার্তিকের প্রেমজীবন নিয়েও অজানা তথ্য দিলেন মঞ্জুলিকা। শুটিংয়ের সময় সব সময়ই নাকি মুঠোফোনে ব্যস্ত ছিলেন কার্তিক। অভিনেত্রী বলেন, শুটিং চলাকালীন সারাক্ষণ ফোনে থাকত। আমিও তোমাকে ভালোবাসি, এসব কথাও কার্তিক আরিয়ানকে বলতে শুনেছেন অভিনেত্রী। যদিও বিদ্যার এই কথা শুনে হতবাক হয়ে পড়েন কার্তিক। লজ্জায় লাল হয়ে যান অভিনেতা। সাংবাদিকেরা রহস্যময়ীর নাম জিজ্ঞেস করলে এড়িয়ে যান অভিনেতা।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। এএফপি

একটা সময় অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান ও কার্তিকের প্রেম ছিল বলিউডের চর্চার বিষয়। সেটি নিয়েও কম জল ঘোলা হয়নি। এরপর অভিনেতার সঙ্গে উঠে আসে অনন্যা পাণ্ডের নামও।

এমনকি রেস্টুরেন্টেও অন্য একজন নায়িকার সঙ্গে সময় কাটাতে দেখা যায় রুহবাবাকে। তবে এবার কার প্রেমে জড়ালেন অভিনেতা। সেটা অবশ্য সময়ই বলে দেবে। আপাতত মঞ্জুলিকাদের নিয়ে রুহবাবার খেল দেখা যাবে কালীপুজোর দিন থেকে। এবার নিশ্চয়ই ভক্তদের জন্য আরও বড় ধামাকা নিয়ে আসছেন রুহবাবা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.