গুলিবিদ্ধ কিশোরকে নিজের রিকশায় তুলতে গিয়ে দেখেন, এ তো তাঁরই ছেলে

0
80
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমিনুল ইসলাম। ফুটবলার হতে চেয়েছিল সে, ছবি: সংগৃহীত

ছেলে ঘুমাচ্ছিল। তখন বাসা থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়েছিলেন ওবায়দুল ইসলাম। রাজধানীর শনির আখড়ায় যাওয়ার পথে সংঘাত দেখে আগেই নেমে যান তাঁর রিকশার যাত্রীরা। তারপর কাজলা এলাকার অনাবিল হাসপাতালের সামনে যান তিনি। একটু পর দুই ব্যক্তি এসে বলেন, এক কিশোরের গুলি লেগেছে, হাসপাতালে নিতে হবে। ওবায়দুল দেখতে পান, সেই কিশোর আর কেউ নয়, তাঁর ছেলে আমিনুল ইসলাম (আমিন)।

এ ঘটনা গত ২১ জুলাইয়ের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সেদিন ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল। গতকাল বুধবার দুপুরে যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়ায় এক কক্ষের বাসায় বসে ওবায়দুল ইসলাম বলছিলেন, ‘কাছে গিয়া চাইয়্যা দেখি, এ তো আমারই ছেলে। ছেলেকে দেখে বাবাগো, সোনাগো বলে অজ্ঞানের মতো হয়ে যাই। পরে আরেক সিএনজি করে ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যাই। পাঁচ মিনিট পরেই ডাক্তার জানায়, আমার ছেলে আর নাই। এর আগে প্রথমে ছেলের মারে ফোনে জানাই, ছেলে গুলি খাইছে। পরে আবার জানাই, ছেলে মইরা গেছে।’

এলাকায় ফুটবল খেলে ক্রেস্ট পেয়েছিল আমিন
এলাকায় ফুটবল খেলে ক্রেস্ট পেয়েছিল আমিন

ওই দিনের ঘটনা উল্লেখ করে আমিনের মা সেলিনা বেগম বলেন, তাঁর ছেলের বয়স হয়েছিল ১৬ বছর। ছোটবেলায় মাদ্রাসায় পড়ত। পরে পড়া বন্ধ করে কাজে যোগ দিয়েছিল। স্থানীয় একটি কারখানায় কাজ করত। ২১ জুলাই ভালো লাগছে না বলে কাজে যায়নি সে। সারা দিন ঘুমিয়ে ছিল। বিকেলে ঘুম থেকে উঠে ভাত খায়। মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছিল। সেই ২০ টাকা তার পকেটেই ছিল।

ছেলেকে গ্রামের বাড়ি পটুয়াখালীতে দাফন করে এই বাবা ও মা যাত্রাবাড়ীতে ফিরেছেন। তবে ওবায়দুল ইসলাম এখনো কাজ শুরু করতে পারেননি। সেলিনা বেগম জানালেন, ছেলে মারা যাওয়ার পর মুঠোফোনে তোলা তার কয়েকটি ছবি প্রিন্ট করে এনেছেন। বললেন, ‘ছেলের মুখ তো আর দেখতে পারুম না। তাই ছবিগুলা ওয়াশ করে আনছি। কালা গেঞ্জি পরা যেকোনো ছেলেরে দেখলে মনে হয়, এ আমার ছেলে। আমার যে কী জ্বালা, তা খালি আমি বুঝি।’

ফুটবলার হতে চেয়েছিল আমিন

যাত্রাবাড়ীর এক কক্ষের বাসায় আমিনের জামাকাপড় ও অন্যান্য জিনিস এখনো ছড়িয়ে আছে। আমিন ফুটবলার হতে চেয়েছিল। কারখানায় কাজ করার পর যে সময় পেত, স্থানীয় ক্যাপ্টেন মাঠে গিয়ে ফুটবল খেলত। তিন–চার মাস আগে এলাকায় ফুটবল খেলে একটি ক্রেস্ট পেয়েছিল। মাকে বলেছিল, এটি তার জীবনের প্রথম পুরস্কার।

আমিনের ক্রেস্ট, জার্সি ও ফুটবল হাতে নিয়ে তার হাসিমুখের কয়েকটি ছবি দেখালেন সেলিনা বেগম। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না—ঘুম থেকে উঠে ছেলেটা বাইরে গেল আর ফিরল লাশ হয়ে। জানালেন, ছেলে নিজের আয়ের টাকা দিয়েই ফুটবল, জার্সিসহ অন্যান্য জিনিস কিনত। মা-বাবার কাছ থেকে ঝালমুড়ি বা অন্য কিছু খাওয়ার জন্য ৫০ টাকা, ২০ টাকা চেয়ে নিত।

ছেলের পাওয়া ক্রেস্টে চুমু খান মা সেলিনা বেগম। পাশে বিমর্ষ বাবা ওবায়দুল ইসলাম
ছেলের পাওয়া ক্রেস্টে চুমু খান মা সেলিনা বেগম। পাশে বিমর্ষ বাবা ওবায়দুল ইসলাম

ওবায়দুল ইসলাম বলছিলেন, ‘সেই দিন যদি ওই হাসপাতালের সামনে না যাইতাম, তাইলে তো ছেলের লাশও খুঁইজ্যা পাইতাম না।’ জানালেন, এলাকায় ‘গ্যাঞ্জামের’ কারণে ছয় দিন পর সেদিনই তিনি রিকশা নিয়ে বের হয়েছিলেন। তারপরই ছেলের লাশ পান। ছেলে কাজ, খেলা ছাড়া অন্য কোথাও যেত না। তাই এলাকায় গোলাগুলি হলেও তাকে নিয়ে তেমন চিন্তা ছিল না।

ওবায়দুল ইসলামের ঘরের কাছেই জ্যোৎস্না বেগমের ঘর। তাঁর ছেলেও একটি কারখানায় কাজ করত। দুই মাস আগে কারখানা থেকে ঘরে ফিরে হিটস্ট্রোকে মারা যায় তাঁর ১৫ বছর বয়সী ছেলে। জ্যোৎস্না বেগম আক্ষেপ করে বলছিলেন, তাঁর ছেলের মৃত্যু নিয়ে তবু সান্ত্বনা যে সে অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু চোখের সামনে বড় হওয়া আমিনের এভাবে মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তাঁরা

আমিনের মা সেলিনা বেগম বারবার বলছিলেন, ‘কী অপরাধ ছিল আমার ছেলের? ছেলেরে মারল ক্যান? আল্লাহ তুমি এর বিচার করো।’ ছেলের মৃত্যুর কোনো বিচার চান কি না, জানতে চাইলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে মারা যাওয়া সন্তানের অন্য বাবা-মায়েদের মতো আমিনের মা–বাবাও বললেন, তাঁরা তো জানেনই না, তাঁদের ছেলেকে কে মেরেছে। আমিনের বুকের বাঁ পাশে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। ওবায়দুল ইসলাম শুধু দেখেছেন, ছেলের বুক ও পিঠে স্কচটেপ লাগানো।

আমিনের গুলি লেগেছে শুনে মা সেলিনা বেগম প্রথমে আশপাশের ঘরে থাকা মানুষজনের কাছ থেকে টাকা ধার নেন। পরে অবশ্য এলাকার মানুষই টাকা তুলে অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছিলেন লাশ বাড়ি নেওয়ার জন্য। একদিকে ছেলের মৃত্যুশোক, অন্যদিকে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা ঋণ শোধ করাসহ সংসার চলবে কীভাবে, তা নিয়ে এখন চিন্তিত আমিনের মা–বাবা।

ছেলের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা সেলিনা বেগম
ছেলের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা সেলিনা বেগম

আমিন কারখানায় কাজ করে আট হাজার টাকা বেতন পেত। পুরো টাকাই তুলে দিত সংসারের খরচের জন্য। নিজের জন্য টাকা লাগলে চেয়ে নিত। ওবায়দুল ইসলাম রিকশা নিয়ে বের হলে মালিককে জমা হিসেবে দিনে দিতে হয় সাড়ে তিন শ টাকা। এর বাইরে যা থাকত আর ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। এখন পাঁচ হাজার টাকা ঘরভাড়াসহ অন্যান্য খরচের কথাও চিন্তা করতে হচ্ছে তাঁকে।

আমিনের মা-বাবা বারবার বলছিলেন, কোটি টাকা দিলেও তাঁরা ছেলেকে আর ফিরে পাবেন না। তবে তাঁদের যে আর্থিক অবস্থা, তাতে সরকারের পক্ষ থেকে বা অন্য কেউ সহায়তা করতে চাইলে তা ফিরিয়েও দিতে পারবেন না। তাঁরা শুনেছেন, এভাবে যারা মারা গেছে, তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তাঁদের সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি।

ঢাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.