গুগল ম্যাপ দেখালো সোজা রাস্তা, এগোতেই নির্মাণাধীন সেতু থেকে নদীতে পড়ে নিহত ৩

0
8
ভারতের উত্তর প্রদেশের বরেলীর রামগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে

গন্তব্যস্থলে যাওয়ার রাস্তা অজানা থাকলে সাধারণত গুগল ম্যাপের সাহায্য নেয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ঠিকানায় পৌঁছে দেয় এই অ্যাপের নির্দেশনা। তবে এবার সেই ম্যাপে দেখানো পথে যেতেই বেঁধেছে বিপত্তি। নির্মাণাধীন সেতু থেকে ৫০ ফুট নীচে পড়ে গিয়েছে গাড়ি। শনিবার (২৩ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশের বরেলীর রামগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। শুষ্ক মৌসুম হওয়ায় নদীতে পানি ছিলো না। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ যুবকের।

পুলিশ জানিয়েছে, বরেলী থেকে বদায়ুঁ জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন যুবক। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরেছিলেন তারা। পথে ছিল ওই সেতু। সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। রোববার সকালে গাড়িসহ নিহতদের সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে গিয়েছিলো। শুষ্ক মৌসুমে আবারও সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। সরাসরি নদীর শুষ্ক তলদেশে পড়ে যায় গাড়িটি।

প্রসঙ্গত, সেতুতে গাড়ি চালকদের সতর্ক করে কোনো বোর্ড লাগানো ছিল না। সে কারণে এই দুর্ঘটনা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.