তামিমকে ছাড়াই সাজানো হচ্ছে একাদশ

0
160
তামিম ইকবাল

ফিজিওর রিপোর্ট অনুযায়ী তামিম ইকবালের কোমরে ব্যথা রোববারের চেয়ে সোমবার কিছুটা কমেছে। বাঁহাতি এ ব্যাটারের ব্যথা কমলেও টেস্ট ম্যাচ খেলার মতো ফিট কিনা, সে নিশ্চয়তা দিচ্ছেন না কেউই। তাই সহজ একটা সমাধানের পথ বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

আজ অনুশীলনে ফিটনেস পরীক্ষা হবে তামিমের। ফিল্ডিং ও ব্যাটিং ঠিকঠাক করতে পারলে টেস্ট খেলার জন্য বিবেচিত হবেন তিনি। যদিও বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তামিমের কোমরের ব্যথা এতটাই গুরুতর যে, মিরাকল কিছু না ঘটলে তাঁর পক্ষে এই টেস্ট খেলা প্রায় অসম্ভব।

বুধবার থেকে মিরপুরে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তামিমের শারীরিক অবস্থা অনুধাবন করে টিম ম্যানেজমেন্ট তাঁকে ছাড়াই টেস্টের একাদশ সাজানোর পরিকল্পনা শুরু করেছে। এরই মধ্যে স্কোয়াডে থাকা দুই তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

চোটের সঙ্গে বেশ কিছুদিন ধরেই লড়াই চলছে তামিমের। গত রোববার ব্যথা নিয়েই তিনি অনুশীলনে এসেছিলেন নিজের অবস্থাটা বুঝতে। কিন্তু ফিল্ডিং অনুশীনের সময় একটি বল ধরতে গিয়ে কোমরের ব্যথায় কাতরে ওঠেন তিনি। পাঁচ মিনিটও ফিল্ডিং করতে পারেননি। নেটে ব্যাটিং করার সময় তো ব্যথায় আরও বেশি কাতরাচ্ছিলেন তিনি। পেসারদের শর্ট বলগুলো খেলতে গেলেই অস্বস্তি ফুটে উঠছিল তাঁর চোখেমুখে।

গতকালও কোমরের এই ব্যথার কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেননি। এক দিনের মধ্যে ব্যথা থেকে সেরে ওঠা প্রায় অসম্ভব। তাই আজকের ফিটনেস টেস্টে তামিমের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.