গায়ের রংকে গুরুত্ব দিলে যুদ্ধের ঘোষণা রাফিনিয়ার

0
130
রাফিনিয়ার গেঞ্জিতে লেখা বর্ণবাদ বিরোধী স্লোগান। কাল রিয়াল ভায়োদোলিদের মাঠে

রিয়াল ভায়োদোলিদের মাঠ এস্তাদিও হোসে জোরিল্লা স্টেডিয়ামে কাল রাতে গোল করেননি রাফিনিয়া। বার্সেলোনা ২-০ গোলে পিছিয়ে থাকতে ৬৩ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গারকে তুলে নেন কোচ জাভি হার্নান্দেজ। শেষ পর্যন্ত বার্সা ম্যাচটি ৩-১ গোলে হারলেও আলোচনায় রাফিনিয়া। কেন? জাতীয় দল সতীর্থ ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে রাফিনিয়া ঘোষণা করেছেন, বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ হবে।

ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনায় তিনজন আটক

আন্দ্রেস ক্রিস্টেনসনের আত্মঘাতী গোলে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সা। ক্রস ‘ক্লিয়ার’ করতে গিয়ে হেড করে নিজেদের জালেই বল জড়িয়েছেন ডেনিশ সেন্টারব্যাক। ২২ মিনিটে বার্সার বিপদ আরও বাড়ান ডিফেন্ডার এরিক গার্সিয়া। বক্সের মধ্যে গঞ্জালো প্লাতাকে ফাউল করে পেনাল্টি হজম করেন। স্পটকিক থেকে কাইল লারিনের গোলে ব্যবধান ২-০ করে ফেলে ভায়োদোলিদ।

বিরতির পর গোল হয়েছে আরও দুটি। ৭৩ মিনিটে ভায়োদোলিদের হয়ে প্লাতা গোল করেন। অফসাইড ছিল কি না, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি তা যাচাইয়ের পর গোলের বাঁশি বাজান রেফারি। এরপর ৮৪ মিনিটে বার্সার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি। ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে রাফিনিয়াকে নিয়ে।

বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় জার্সি খুলে ফেলেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর জার্সির নিচে পরে থাকা গেঞ্জিতে কিছু কথা লেখা ছিল, ‘উজ্জ্বল চোখের তুলনায় গায়ের রং যত দিন পর্যন্ত বেশি গুরুত্ব পাবে, এই যুদ্ধ চলবে।’

ব্রাজিল প্রতিবাদে ফুঁসছে, অবশেষে টনক নড়েছে স্প্যানিশ পুলিশের

রাফিনিয়ার যুদ্ধ কী নিয়ে, তা না বললেও চলে। গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের হারের ম্যাচে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস। শুধু এই মৌসুমেই সাতবার বর্ণবাদী আচরণের শিকার হলেন রিয়াল তারকা। ম্যাচেই এর প্রতিবাদ জানান ভিনিসিয়ুস।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিস্ফোরক পোস্টের পর নড়েচড়ে বসেছে স্প্যানিশ ফুটবল। স্পেনের বাইরে থেকেও ভিনিসিয়ুসের পক্ষে দাঁড়িয়েছেন অনেকেই। ব্রাজিলের প্রেসিডেন্ট থেকে ফিফা সভাপতি এবং সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই ভিনিসিয়ুসের পক্ষ নিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

রাফিনিয়াও প্রতিবাদ জানালেন নিজের মতো করে—ভায়োদোলিদের মাঠ হোসে জোরিল্লা স্টেডিয়ামে এই মৌসুমে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। প্রতিবাদটা জানালেন সেই মাঠেই ভায়োদোলিদের দর্শকদের সামনে।

বর্ণবাদী এই আচরণ যে বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রমাণ করতে ভিডিও দিলেন ভিনিসিয়ুস

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরাও বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মাঠে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল দুই দল—‘বর্ণবাদী ফুটবল থেকে বিতাড়িত হও।’ এই ম্যাচের সম্প্রচারেও বর্ণবাদবিরোধী স্লোগান প্রচার করা হয়েছে।

শীর্ষে থাকা বার্সা এ মৌসুমে আগেই লা লিগা শিরোপা জয় নিশ্চিত করেছে। ৩৬ ম্যাচে দলটির সংগ্রহ দাঁড়াল ৮৫ পয়েন্ট। আর ২ ম্যাচ হাতে আছে জাভির দলের। ৩৫ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। লিগ নিশ্চিত হলেও হার ভালো লাগেনি বার্সা কোচ জাভির, ‘হারতে ভালো লাগে না, কিন্তু টানা দুই ম্যাচে হারলাম। রোববার ঘরের দর্শকদের সামনে নিজেদের সেরাটা দিতে হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.