গাজীপুরে হঠাৎ এক কারখানা বন্ধ ঘোষণা, মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

0
8
কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রোববার সকালে গাজীপুর নগরের ছয়দানা এলাকায়

কাজ না থাকার কারণ দেখিয়ে গাজীপুর নগরের ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা হঠাৎ বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান।

বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অবরোধের দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিক মো. হারুন মিয়া বলেন, গতকাল শনিবারও কারখানায় কাজ করেছেন। তখনো মনে হয়নি কারখানায় কাজ নেই। তাঁদের জানামতে, কারখানায় পর্যাপ্ত কাজ আছে। মালিকের কোনো অসৎ উদ্দেশ্য আছে, যার কারণে তাঁদের না জানিয়ে হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর নগরের গাছা থানার ছয়দানা এলাকায় অ্যামিটি সোয়েটারস লিমিটেড নামের একটি কারখানায় গতকালও শ্রমিকেরা কাজ করেছেন। আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকার কারণে ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক কারখানা লে-অফ (বন্ধ) থাকবে। আইন অনুযায়ী, লে-অফ চলাকালে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। লে-অফ থাকাকালে শ্রমিকদের সশরীর কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, আজ সকালে ঢাকার উদ্দেশে রওনা হলে গাজীপুরের ভোগরা এলাকায় এসে যানজটে আটকা পড়েন। প্রায় এক ঘণ্টা যানজটে আটকা থেকে বাধ্য হয়ে ঢাকা বাইপাস সড়ক হয়ে যেতে হয়েছে। তাঁর মতো শত শত যাত্রীকে এমন ভোগান্তি পোহাতে হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, আজ সকালে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে লে-অফ ঘোষণার নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.