গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ৪ ঘণ্টা পর ব্যবসায়ীর মৃত্যু

0
160

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাদে সাইনবোর্ড রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চার ঘণ্টা পর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত নয়টার দিকে তিনি শ্রীপুরে এমসি বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

মারা যাওয়া ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান (৩৮)। তিনি উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। এমসি বাজার এলাকায় তাঁর একটি মুঠোফোন সার্ভিসিংয়ের দোকান আছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুর রহমান তাঁর দোকানের পাশে এমসি বাজার এলাকায় বহুতল ভবনের তিনতলার একটি কক্ষে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। গতকাল রাতে তিনি দোকানের জন্য তৈরি একটি সাইনবোর্ড ভবনটির ছাদে রাখার জন্য নিয়ে যান। এ সময় লোহার তৈরি ফ্রেমের সাইনবোর্ডটি বহুতল ভবনের ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান।

শ্রীপুরের মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মৃধা বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ার চার ঘণ্টা পর জাহিদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.