গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের

0
26
গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ

প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি এসব তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

আইপিসি জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে। এ ধাপে চরম ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই চরম রূপ খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে গাজাজুড়ে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে।

এ ছাড়াও আরও প্রায় ১০ লাখ ৭০ হাজার মানুষ, যা গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ, চতুর্থ পর্যায় বা ‘জরুরি’ অবস্থায় রয়েছে। আর ৩ লাখ ৯৬ হাজার মানুষ, বা মোট জনসংখ্যার ২০ শতাংশ, তৃতীয় পর্যায় বা ‘সংকট’ অবস্থায় আছে। এতে করে চরম অপুষ্টির শিকার প্রায় দেড় লাখ শিশু।

অপরদিকে, জাতিসংঘের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, প্রতিবেদনটি হামাসের মিথ্যার ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.