পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। রোববার রাতে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মুসলিম পাড়া ন্যাইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মুসলিম পাড়ার ন্যাইয়া বাড়ির আ. লতিফ মাতুব্বরের ঘরে আগুন লাগে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং একে একে লতিফ মাতুব্বর, রহমান মাতুব্বর, জব্বার মাতুব্বর, নুর ইসলাম মাতুব্বর ও সৌরভ খানের বসতঘর পুড়ে যায়।
গলাচিপা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল জানান, ঘটনাস্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।