গণধর্ষণের অভিযোগে খুলনায় জিআরপি থানার ওসি ও এসআই ক্লোজড

0
328
ওসি উছমান গনি পাঠান।

খুলনা জিআরপি থানার মধ্যে এক নারীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি পাঠান ও উপপরিদর্শক (এসআই) নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার সকালে তাদেরকে ক্লোজড করা হয়।

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে ক্লোজড করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা থানার পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণ করছেন।

এএসপি ফিরোজ আহমেদ বলেন, ‘প্রয়োজনে অভিযোগকারীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবে তদন্ত কমিটি। তবে আদালত থেকে এখনও কোনো কাগজপত্র বা নির্দেশনা পাইনি আমরা।’

গত শুক্রবার রাতে এক নারীকে থানার মধ্যে গণধর্ষণ করা হয় বলে আদালতে অভিযোগ করেন ওই নারী। ইতিমধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.