খুনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় ভারতের স্বঘোষিত লেডি ডন ‘জিকরা’। ১৭ বছরের এক কিশোর হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
গত বৃহস্পতিবার দিল্লিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয় ১৭ বছরের কিশোর কুনাল। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে মানুষের মাঝে ছড়ায় ব্যাপক ক্ষোভ। জড়িত সন্দেহে আটক হওয়ার পর নতুন করে আলোচনায় জিকরা।
পুলিশের অভিযোগ, জিকরার নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের গ্যাং নানা অপরাধে জড়িত। সামাজিক মাধ্যমে সরব জিকরার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১৫ হাজারের বেশি। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, জনমনে আতঙ্ক ছড়াতেই তার অস্ত্রের শো-অফ।

গুঞ্জন আছে, গ্যাংস্টার হাশিম বাবার সাথে প্রেমের সম্পর্ক ছিল স্বঘোষিত এই লেডি ডনের। একসময় কাজ করতেন হাশিমের তৃতীয় স্ত্রী জয়ার দেহরক্ষী হিসেবে। জয়াই তাকে সরবরাহ করতো অস্ত্র ও অর্থ। পরে একসময় নিজেই গড়ে তোলেন অপরাধ চক্র।
এর আগে, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছিলেন এ নারী। পরিচয় দেন ‘লেডি ডন’ হিসেবে। কিছুদিন আগেও অস্ত্র আইনে জেল খাটেন তিনি। জামিনে মুক্তি পেয়েই নাম জড়ালেন কুনাল হত্যাকাণ্ডে।