সড়ক দুর্ঘটনার বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁও উড়াল সড়কের ঢালে একটি গাড়ি মোটরসাইকেল আরোহী তিনজনকে ধাক্কা দেয়। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই জহির আরও বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনজনই শুক্রবার রাত ৯টার পর দাওয়াত খেতে রামপুরায় গিয়েছিলেন। সেখান থেকে মুগদায় ফেরার পথে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় যেকোনো একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তখন গুরুতর জখম অবস্থায় সেখানে পড়ে ছিলেন তিনজন।
পুলিশ এবং নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেদি পেশায় চাল ব্যবসায়ী। আর আল আমিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অবশ্য জজ মিয়ার পেশা কী ছিল, সেটি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।