খারাপ সময়েও দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা সাকিব

0
57
সাকিব আল হাসান

সম্প্রতি মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। বিশ্বকাপেরও পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ছন্দে ফিরেছেন তিনি। কখনও ব্যাটিং এবং কখনও বোলিংয়ে দলকে জেতাতে অবদান রাখছেন তিনি।

সোমবার (৫ আগস্ট) রাতে সারে জাগুয়ার্সের বিপক্ষে ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। এ ছাড়াও বোলিংয়ে ২৪ রান খরচ করে ১ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার।

এদিন ব্রাম্পটনে লো-স্কোরিং ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সারে জাগুয়ার্স করেছিল ১০৮ রান। এদিন বল হাতে পেসার শরীফুল ইসলামও ২৪ রানে ১ উইকেট নিয়েছেন। সাকিব সঙ্গে মার্কাস স্টয়নিস এবং লোগান ভ্যান বিকের ক্যাচও নিয়েছেন।

ব্যাট হাতে দলের বিপর্যয়ের মুখে হাল ধরেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেন সাকিব। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৪। তবে কাল খেলেছেন নিজের মতোই। ৪ চার এবং ১ ছক্কায় ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

এতে জয় নিয়ে মাঠে ছাড়েন সাকিবের দল। এতে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বাংলা টাইগার্স।

মাঠে ক্রিকেটে ভালো সময় ফিরলেও মাঠে বাইরে সময়টা খারাপ যাচ্ছে সাকিবের। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে নির্বাচনে অংশ নিয়ে ছিলেন তিনি। বিপুল ভোটে জয় লাভ করে সংসদ সদস্যও হয়েছিলেন।

সরকার গঠনের ৮ মাস শেষ না হতেই সেই পদ হারাতে হচ্ছে তাকে। কারণ, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। যার ফলে আজ মঙ্গলবার ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগের গঠন করা সংসদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.