খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত তিন

0
593
খাগড়াছড়িতে গুলিতে নিহত ২

আজ খাগড়াছড়িতে দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ, প্রসীতপন্থী) সঙ্গে টহলরত সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ইউপিডিএফ (প্রসীতপন্থী) জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, নিহত তিনজনই তাঁদের সংগঠনের কর্মী।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘তিন লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।’

ইউপিডিএফ (প্রসীত) পক্ষের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘নিহত তিনজনই আমাদের দলের কর্মী। তারা হলেন দীঘিনালার ইন্দ্রমুনি পাড়ার বুজেন্দ্র চাকমা (৪৫), হাচিনসনপুর এলাকার রসিল চাকমা (২৫) ও পানছড়ি পুজগাং যুবনাকস্যা পাড়ার নবীন জ্যেতি চাকমা (৩২)।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম বলেন, ‘সোমবার দুপুরে দজর পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.