খাগড়াছড়িতে গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

0
115
মহালছড়ি

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে মহালছড়ির দুর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।

মহালছড়িতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা করা হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা জানান, খাগড়াছড়ির মহালছড়ির সীমান্তবর্তী দুরছড়ি গ্রামে দুটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ইউপিডিএফ এর ২ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) নিহত হয়েছেন। এছাড়াও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের একজন নিখোঁজ রয়েছে।

ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেন এ ইউপিডিএফ নেতা।

মহালছড়ি থানার ওসি নাসির উদ্দিন জানায়, গুলিতে দুজন মারা গেছেন। কাদের মাঝে গোলাগুলি হয়েছে তা এখনও জানি না। তদন্ত চলছে, তদন্ত করে আপনাদের জানাবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.