ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল কারা, কে কার মুখোমুখি

0
46
ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান প্রতিনিধি ফ্লুমিনেন্স, এএফপি

শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আট থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ফ্লুমিনেন্স।

ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াই শেষ ধাপে এসে পৌঁছেছে। ৩২ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট নানা নাটকীয় পর্ব পেরিয়ে এখন নেমে এসেছে চার দলে। অর্থাৎ পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যে যেকোনো এক দলের হাতে উঠতে যাচ্ছে বিশ্বকাপের ট্রফি।

সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও চেলসি। ফ্লুমিনেন্সসহ ব্রাজিলের চারটি ক্লাব সুযোগ পেয়েছিল ক্লাব বিশ্বকাপে। গ্রুপ পর্বে চমক দেখিয়ে চারটি দলই উঠে গিয়েছিল শেষ ষোলোয়।

সেই চার দল থেকে ফ্লুমিনেন্স ও পালমেইরাস জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। তবে পালমেইরাসের যাত্রা থেমে যায় সেখানেই। আর এখন ব্রাজিলের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে শুধু ফ্লুমিনেন্স।

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের সূচী

অন্যদিকে প্রতিযোগিতায় ইউরোপীয় দলগুলোর শুরুটা ছিল নড়বড়ে। শুরুতে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর চেয়ে খানিকটা পিছিয়েও ছিল তারা। তবে শেষ ষোলো থেকে ঠিকই নিজেদের চেনা রূপে ফেরে ইউরোপিয়ানরা। এখন তো সেমিফাইনালে জায়গা পাওয়া চার দলের তিনটিই ইউরোপের।

ফলে অল ইউরোপিয়ান ফাইনাল হওয়ার সুযোগ যেমন আছে, তেমনি আছে ইউরো–দক্ষিণ আমেরিকা ফাইনালের সুযোগও। তবে সেটি হতে হলে সেমিফাইনালে চেলসিকে হারাতে হবে ফ্লুমিনেন্সকে।

শেষ ষোলোয় ইন্টার মিলানকে ২–০ গোলে হারানো ফ্লুমিনেন্সের জন্য কাজটা একেবারে অসম্ভব হওয়ার কথা না।

ফ্লুমিনেন্স আবার সেই চমক দেখাতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.