মস্কোয় বুধবার ভোর রাতে দুটি ড্রোন ভূপাতিত করার ঘটনার পর রাশিয়া অভিযোগ করছে- ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা’ করেছে।
ক্রেমলিনের আকাশে উড়ে আসা দুটি ড্রোন ভূপাতিত করে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। রুশ কর্মকর্তারা বলেছেন, পুতিন ওই সময় তার ক্রেমলিনের ভেতরে তার বাসভবনে ছিলেন না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেন, এ হামলার পরিকল্পনা করেছে ওয়াশিংটন এবং ইউক্রেন তা বাস্তবায়ন করেছে।
তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেনও এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আক্রমণের ঘটনাটি রাশিয়ার সাজানো। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তার দেশ এরকম কোন হামলা চালায়নি।
জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেছেন, রাশিয়ার বিভিন্ন স্থানে যেসব ড্রোন ওড়ানো হচ্ছে তা ‘স্থানীয় প্রতিরোধ-যোদ্ধাদের গেরিলা কর্মকান্ড।’
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া এ আক্রমণকে ‘প্রেসিডেন্টকে হত্যার জন্য চালানো সন্ত্রাসী হামলা’ বলে যে দাবি করছে – তাকে তারা অত্যন্ত সাবধানতার সাথে বিবেচনা করছে।
রুশ কর্মকর্তারা ইতোমধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থার’ আহ্বান জানিয়েছেন।
এদিকে কিয়েভ, জাপোরিশা ও ওডেসাসহ বেশ কটি ইউক্রেনীয় শহরের ওপর হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।