ক্যাম্পাস ছাড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

0
163
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের কার্যালয়ে তালা ঝুলছে। বুধবার সকাল সাড়ে নয়টায়

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘ভিসি স্যার গত রাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। বুধবারের তারিখে তাঁকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।’

কয়েক মাস আগে পিএস আইয়ুব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তাঁর কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় থানায় মামলাও হয়েছিল। সে সময় আইয়ুব আলীকে পদ থেকে সরানো হয়নি। তবে উপাচার্য শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের অডিও ক্লিপ ফাঁসের ঘটনার পর তাঁকে অব্যাহতি দেওয়া হলো।

১৬ ও ১৭ ফেব্রুয়ারি একটি ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পতাকার স্ট্যান্ডের পাশে ফাঁস হওয়া অডিও ক্লিপ মাইকে উচ্চ স্বরে বাজানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.