মেট্রোরেলে যা করা যাবে না

0
98
মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শেষ হচ্ছে শিগগিরই। আসছে ডিসেম্বরে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে নতুন এই গণপরিবহন

চলতে শুরু করেছে স্বপ্নের মেট্রোরেল। দেশ প্রবেশ করেছে আধুনিক গণপরিবহন ব্যবস্থায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সবুজ পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেছেন।

আগামীকাল বুধবার থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেল ব্যবহার করতে পারবেন। তবে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো-

মেট্রোরেলে পোষা প্রাণী বহন করা যাবে না।

বিপজ্জনক কোনো বস্তুও বহন করা যাবে না।

ট্রেন বা স্টেশনের কোথাও ফেলা যাবে না পানের পিক বা থুতু।

প্ল্যাটফর্ম ও ট্রেনে খাবার খাওয়া যাবে না।

যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না।

ফোনের লাউড স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বৃহদাকার ও ভারী মালপত্র বহন করতে নিষেধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.