আগে আমির খান খুব একটা সাক্ষাৎকার দিতে চাইতেন না। ইদানীং অবশ্য নিয়মিতই ক্যামেরার সামনে হাজির হচ্ছেন, আর খুলে বসছেন ব্যক্তিগত গল্পের ঝাঁপি। এবার তিনি হাজির হয়েছিলেন নেটফ্লিক্সের নতুন শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে। অনুষ্ঠানে অভিনেতা জানান, প্রথম স্ত্রী রিনা দত্ত দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেতাকে চড় মেরেছিলেন। কী ঘটেছিল? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
কপিল অনুষ্ঠানের এক ফাঁকে আমিরকে জিজ্ঞাসা করেন, অভিনেতা হিসেবে তিনি মানুষের আচরণ লক্ষ করেন কি না।
আমির বলেন, ‘আমি যা লক্ষ করছি, তার একটা ধারণা দিই। সেদিনই জুনায়েদের জন্ম হওয়ার কথা ছিল। রিনার প্রসববেদনা উঠেছিল। আমরা হাসপাতালে ছিলাম। একজন ভালো স্বামী হিসেবে, তাঁকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করাচ্ছিলাম। প্রসববেদনা তীব্র হয়ে উঠলে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। কিন্তু আমাকে চড় মেরে বলা হয়, “এসব বাজে কথা বন্ধ করো!” ও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল। এমনকি আমার হাতও কামড়ে দিয়েছে।’
যন্ত্রণা যখন সহ্যের বাইরে, তখন মানুষের অভিব্যক্তি বিস্মিত করে, সেদিন বুঝেছিলেন আমির।
অভিনেতা আরও বলেন, ‘আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন একজন মানুষ প্রচণ্ড কষ্ট পায়…যেমন সন্তান প্রসবের সময় নারীরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যান, আমি এটা পরিকল্পনাও করিনি। রিনার মুখের দিকে তাকালাম এবং যখন সে সেই ব্যথা অনুভব করছিল…সাধারণত আমরা মনে করি যেকোনো ব্যক্তির মুখ ব্যথায় বিকৃত হয়ে যাবে…কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যথা যখন অসহ্য হয়, তখন সেই অভিব্যক্তি বিস্ময়ের হয়। এটা অবিশ্বাস্য। পরে রিনা বাড়ি ফিরলে আমি তাকে এই কথা বলি, আর সে রেগে যায়! (হাসি)’
আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সামনে তাঁকে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ ছবিতে।