কুমিল্লার লালমাইয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগমারা জামতলী নামক স্থানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের বাস ও নাঙ্গলকোট থেকে কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে এক শিশু, ৩ নারী ও ৩ পুরুষ রয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।