কুমিল্লায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৭ যাত্রী নিহত

0
638
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

কুমিল্লার লালমাইয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগমারা জামতলী নামক স্থানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের বাস ও নাঙ্গলকোট থেকে কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে এক শিশু, ৩ নারী ও ৩ পুরুষ রয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.