কুষ্টিয়ার কুমারখালীতে বৃহস্পতিবার কালবৈশাখীর আঘাতে ধান, ভুট্টা, তিল, পাট, কলা, আম, সবজিসহ প্রায় ৯৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস ।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ঝড়ে উপজেলায় ৯৩ হেক্টর জমির ফসল আংশিক ও ৪ হেক্টর জমির ফসলের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৩ হেক্টর বোরো ধান, ২৮ হেক্টর ভুট্টা, ২২ হেক্টর কলা, ৮ হেক্টর তিল, ৫ হেক্টর সবজি, ৪ হেক্টর আম ও ৩ হেক্টর জমির পাটখেতের ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে গাছ ও বেশ কয়েকটি টিনের ঘর ভেঙে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ঝড়ে কয়েকটি ঘরবাড়ি ও ফসলের আংশিক ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়া হচ্ছে।