ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

0
120
লিটন দাস

সাকিব আল হাসান নাকি লিটন দাস? এর বাইরে বাংলাদেশ ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে যে নামটা শোনা যাচ্ছে, সেটা মেহেদী হাসান মিরাজের। এঁদের মধ্যে কে হবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক? আজ এ প্রশ্নের মুখোমুখি হলেন সম্ভাব্য তালিকায় থাকা লিটন নিজেই।

আজ ঢাকার সোনারগাঁও হোটেলে একটি ফিন্যান্স সার্ভিস প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন।

কে পাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব, এমন প্রশ্নের উত্তর জানতে সবাইকে অপেক্ষা করতে বললেন লিটন, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা হয়তো ২-১ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনো ভাবেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেয়ে যাবেন।’

তবে দায়িত্ব পেল তিনি শতভাগ দিতে চাইবেন, এমন কথাও বলেছেন লিটন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে এসেছি।’

লিটন দাসের সারে জাগুয়ার গ্লোবাল টি–টোয়েন্টির ফাইনালে উঠেছে
লিটন দাসের সারে জাগুয়ার গ্লোবাল টি–টোয়েন্টির ফাইনালে উঠেছে, ছবি: টুইটার

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দল গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও তামিম ইকবালের অবর্তমানে তিনি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

লিটন গতকালই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে এসেছেন। টুর্নামেন্টের ফাইনালিস্ট সারে জাগুয়ার্সের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে লিটন ১৫২ রান করেছেন, গড় মাত্র ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬। লিটনকে অবশ্য নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই মনে হলো, ‘গ্লোবাল টি-টোয়েন্টির সফরটা ভালো ছিল। অনেক দিন ধরে খেলেছি, পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল। আমি অনেক উপভোগ করেছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.