কাশ্মীরে স্কুল খুললেও শিক্ষার্থী নেই

0
298

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই সপ্তাহ বন্ধ থাকার পর স্কুল খুলে দেওয়া হলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না।

সোমবার সরকারি এবং বেসরকারি স্কুল খুলে দেওয়া হয়। কিন্তু কোনো স্কুলেই ছাত্রছাত্রী দেখা যায়নি। খবর বিবিসির

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এখনও কাশ্মীরে থমথমে অবস্থা বিরাজ করছে।

কাশ্মীরের সবচেয়ে বড় শহর শ্রীনগরে প্রায় দুই শতাধিক স্কুল খুলে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনেক স্কুলে গিয়েও শিক্ষার্থীদের পাননি।

অভিভাবকেরা বলেন, যতক্ষণ পর্যন্ত না মোবাইল নেটওয়ার্ক ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের সন্তানকে ঘরেই রাখতে চান।

একজন স্কুল শিক্ষক এই প্রতিকূল অবস্থায় স্কুল চালু নিয়ে বলেন, এমন অস্থিতিশীল পরিস্থিথিতে শিক্ষার্থীদের উপস্থিতি আশা করা যায় না।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ে খবরে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি বিদ্যালয়গুলো খোলা হয়েছে। বেসরকারি বিদ্যালয়গুলো এখনও বন্ধ রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.