ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি জেলায় কাছাকাছি এলাকায় দুটি হামলার ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুই ঘটনায় কাশ্মিরীদের মাঝে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। খবর: বিবিসি’র।
গতকাল রোববার সন্ধ্যার দিকে রাজৌরির আপার ডাঙরি গ্রামের তিনটি বাড়িতে হামলা চালিয়েছে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা। এতে অন্তত চারজন নিহত ও আরও ৯ জন আহত হন। আজ সোমবার সকালে একই জায়গা লাগোয়া একটি বাড়িতে ফের বিস্ফোরণ ঘটে। এতে এক শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন।
এ ঘটনার পর কাশ্মীরসহ বেশকিছু জায়গায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
পুলিশের জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং টাইমস অব ইন্ডিয়াকে জানান, ওই এলাকায় দুজন সন্ত্রাসীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে কাজ করছেন পুলিশ কর্মকর্তারা।
‘এই ঘৃণ্য হামলার পেছনে যারা জড়িত, তাদের শাস্তির মুখোমুখি করা হবে’ বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মনোজ সিনহা।