রাজধানীর কারওয়ান বাজারের সড়ক দখল করে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও পুলিশ। গতকাল সোমবার রাত থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। আজ মঙ্গলবার দুপুর থেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। কারওয়ান বাজার সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও রাজনৈতিক দলের কার্যালয় ভেঙে দেওয়া হয়।