
উজানের পানি নামা অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির বেড়েই চলছে। এ কারণে উজানের বন্যা নিয়ন্ত্রণে পঞ্চম দফায় বাঁধের জলকপাট আরও ৬ ইঞ্চি খুলে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তিনি বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় সন্ধ্যা ৬টা থেকে গেটসমূহ সাড়ে তিন ফুট করে খোলা হয়েছে। এতে কাপ্তাই হ্রদ থেকে স্পিলওয়ের মাধ্যমে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
এ ছাড়াও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় ওই ৫টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। ফলে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে এক লাখ কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।
মাহমুদ হাসান জানান, পানির উচ্চতা বাড়তে থাকায় বাঁধের জলকপাট প্রথম দফায় সোমবার মধ্য রাতে ৬ ইঞ্চি, মঙ্গলবার মধ্য রাতে দেড় ফুট, তৃতীয় দফায় বুধবার বেলা ১টায় আড়াই ফুট চতুর্থ ধাপে বুধবার রাত ১১টা ৩ ফুট এবং সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সাড়ে তিনফুট খুলে দেয়া হলো। তবে পানি বাড়ার প্রবণতা অব্যাহত আছে। পরিস্থিতি বিবেচনায় এই উচ্চতা আরও বাড়ানো হতে পারে।
পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে বাঁধে পানির মজুত দাঁড়িয়েছে ১০৮. ৮০ এম.এস.এল। বাঁধে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
অন্যদিকে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১৮ মেগাওয়াট।