অন্যদিকে, ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ফুটবলভক্তরা কাতারে তাঁদের পছন্দের পোশাক পরতে পারেন। তবে তাঁদের দেশটির আইনকে সম্মান করতে হবে।
কাতার বিশ্বকাপে ২৩ নভেম্বর ছিল ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ছিল মরক্কো। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
২৭ নভেম্বর ক্রোয়েশিয়ার দ্বিতীয় ম্যাচ ছিল। প্রতিপক্ষ কানাডা। ম্যাচটিতে ৪-১ গোলে জয়ী হয় ক্রোয়েশিয়া।
কাতারে গিয়ে মডেল ইভানা ইতিমধ্যে দেশটির ‘পোশাকনীতি’ লঙ্ঘন করেছেন বলে খবরে বলা হচ্ছে। এ কারণে তিনি গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইভানা বলেন, তিনি গ্রেপ্তার হওয়া নিয়ে ভীত নন। তিনি অন্যের ক্ষতি করছেন না।
এমনকি কাতারের অনেক মানুষ তাঁর সঙ্গে ছবি তুলতে আসেন। যদি কাতারের মানুষ তাঁকে ঘৃণা করতেন, তাঁদের যদি তাঁর ব্যাপারে আপত্তি থাকত, তাহলে তাঁরা এসব করতেন না।