রাজধানীর ধানমণ্ডির কাঁঠালবাগানের একটি বাসায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)।
ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা জানান, কাঁঠালবাগানের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণে আগুন লাগে। প্রতিবেশীরা দগ্ধদের উদ্ধার করে তাদের ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে যায়।