কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা, মিলল আমদানির অনুমতি

0
131
কাঁচা মরিচ

কোরবানি ঈদের সময় সাধারণত কাঁচা মরিচ, টমেটো ও শসার চাহিদা বেড়ে যায়। এ সুযোগকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

রোববার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ এবং ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি বা আইপি দিয়েছে মন্ত্রণালয়।

ঢাকার বাজারে চার-পাঁচ দিন আগে কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকার মধ্যে। রোববার রাজধানীর কারওয়ান বাজার ও মগবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ঝালজাতীয় সবজিটি বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৬০ টাকায়। পাড়া, মহল্লায় ২৫০ গ্রাম কিনতে খরচ করতে হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। এতে প্রতি কেজির দাম পড়ে প্রায় ৩০০ টাকা।

দিন দশেক আগেও টমেটো বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা দরে। দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা দরে।

পণ্য দুটির এভাবে দাম বেড়ে যাওয়ায় বাজারে নিয়ন্ত্রণ আনার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি দেওয়া হয়েছে।

এছাড়া বাজারে শসার দাম বেড়ে গেছে। সপ্তাহ খানেক আগে ৬০ টাকার কমে পাওয়া গেছে প্রতি কেজি শসা। সালাদের এই উপকরণটি কিনতে এখন গুণতে হচ্ছে ৮০ টাকারও বেশি। একইভাবে গাজরের দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা দরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.