পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস খাদে, নিহত ১৪

0
135
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি। ছবি- ডন।

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় একটি বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ জন।

কালার কাহারের কাছে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। গত দুই মাসের মধ্যে এটি পাকিস্তানের চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা। খবর- ডন।

উদ্ধারকারী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান। অন্য দুইজন হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতদের উদ্ধার করে কাহারের তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে।

চকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামাবাদ থেকে বাসটির আরোহীরা লাহোরে ফিরছিলেন। বাসটি ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছিল। বাসের ব্রেক ফেল হওয়ায় এটি বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি এখনো বাসের নিচে আটকে আছে।

এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ ও ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.