ঐশ্বরিয়াকে নিয়ে রাজ্জাকের কথা বুঝতে পারলে সেখানেই নিন্দা জানাতেন আফ্রিদি

0
131
পিসিবির সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রাইকে টেনে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্জাক

পাকিস্তানের ক্রিকেট আর বিতর্ক যেন একসূত্রে গাঁথা। এবারের বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই দল ছিটকে পড়ার পর কোচ, খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট আর পিসিবির সমালোচনায় মুখর হয়েছে দেশটির সাবেক খেলোয়াড়েরা।

পিসিবির সমালোচনা করতে গিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক জন্ম দিয়েছেন নতুন বিতর্কের। সমালোচনা করতে গিয়ে যে তিনি টেনে এনেছিলেন ভারতের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রসঙ্গ। ঐশ্বরিয়াকে টেনে আনাটা কোনো বিষয় হতো না, যদি না রাজ্জাক উদাহরণটা খুব বাজেভাবে উপস্থাপন করতেন!

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, ছবি: ইনস্টাগ্রাম

বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় পিসিবির সমালোচনা করতে গিয়ে রাজ্জাক বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’

রাজ্জাক যখন এই মন্তব্য করেন, তখন তাঁর দুই পাশে ছিলেন শহীদ আফ্রিদি ও উমর গুল। রাজ্জাককে তাঁরা থামানোর চেষ্টা করেননি, উল্টো দুজনেই হেসে দিয়েছেন এবং একই সঙ্গে দিয়েছেন হাততালি। এ নিয়ে আবার সমালোচনা হচ্ছে আফ্রিদি ও গুলের। পরে দুজনেই অবশ্য এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। রাজ্জাকও ক্ষমা চেয়েছেন। এরপরও আলোচনা থেমে নেই।

এমন সময়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদির পাশে দাঁড়িয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বলেছেন, রাজ্জাকের কথা সেই সময়ে আসলে বুঝতেই পারেননি আফ্রিদি। বুঝতে পারলে সেখানেই তিনি এর প্রতিবাদ করতেন!

শোয়েব এ বিষয়ে এক্সে লিখেছেন, ‘আমার সঙ্গে শহীদ আফ্রিদির কথা হয়েছে। সে আমাকে ফোন করে বলেছে যে কী বলা হয়েছে, সেটা সে বুঝতেই পারেনি। সেটা বুঝতে পারলে সেখানেই সে নিন্দা জানাত। সে পরে টেলিভিশনে এর নিন্দা জানিয়েছে।’

এর আগে শোয়েব টুইট করেছিলেন, ‘রাজ্জাকের বেমানান এই তুলনার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। কোনো নারীই এভাবে অসম্মানের শিকার হতে পারেন না। তাঁর পাশে বসে থাকা লোকেদের এ নিয়ে না হেসে আর হাততালি না দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত ছিল।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.