এসএসসির সনদ ২৫ সেপ্টেম্বর থেকে বিতরণ

0
50
এসএসসি
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ দ্রুত শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড।
 
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।
 
শিক্ষা বোর্ড থেকে জানানো হয়- ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করবে। যা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। এ শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে।
 
চিঠিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তার বিবরণ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করতে হবে।
 
প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে অথবা তার পাঠানো প্রতিনিধি উভয়ের ক্ষেত্রেই গভর্নিং বডি বা ম্যানেজিং বা এডহক কমিটির সিদ্ধান্তের কপিসহ (সরকারি স্কুল ব্যতীত) মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডি বা ম্যানেজিং বা এডহক কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.