কেন এমনটা বলেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন সাউথগেট, ‘তারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এবং দলটিতে অনেক অসাধারণ প্রতিভা আছে। ব্যক্তি নৈপুণ্যে দেখাতে পারার খেলোয়াড়ও আছে অনেক। এই দলের বিপক্ষে খেলা অনেক কঠিন। দুর্দান্ত এক চ্যালেঞ্জ এটা।’
প্রতিপক্ষ দলে আছেন এমবাপ্পের মতো একজন খেলোয়াড়। যিনি এই বিশ্বকাপে এরই মধ্যে ৫ গোল করে ফেলেছেন। গতকাল পোল্যান্ডের বিপক্ষে ফ্রান্স ৩-১ ব্যবধানে জিতেছে তাঁরই জোড়া গোলে। অলিভিয়ের জিরুর করা ফ্রান্সকে এগিয়ে দেওয়া গোলটিও হয়েছে এমবাপ্পের পাস থেকে।
সব মিলিয়েই কি সাউথগেট ফ্রান্সকে বড় চ্যালেঞ্জ ভাবছেন? এমবাপ্পের প্রসঙ্গে সাউথগেটের উত্তরটা ছিল এ রকম, ‘সে বিশ্বমানের খেলোয়াড়। এই বিশ্বকাপে সে এরই মধ্যে অসাধারণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে। অতীতেও সে তা করেছে। কিন্তু তাদের গ্রিজমান আর জিরুও আছে।’