এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল

0
10
এমবাপ্পের জোড়া গোল

লা লিগার ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে টপকে টেবিলের শীর্ষ স্থানে আনচেলত্তির দল।

শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ভিয়ারিয়াল। কর্নার থেকে হুয়ান ফয়েথ কঠিন অবস্থান থেকে বাঁ পায়ে বল জালে পাঠালে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল শোধে তৎপর হয়ে ওঠা রিয়াল সমতায় ফেরে এমবাপ্পের গোলে। ম্যাচের ২৩ মিনিটে এই ফরাসি স্ট্রাইকারের গোলেই লিডে যায় আনচেলত্তির দল।

লুকাস ভাসকেজের কাটব্যাক থেকে ভিলারিয়ালের জালে আবারও বল জড়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে দুইয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.