এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণায় বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

0
65
গবেষণায় বৃত্তি

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) ভাষা গবেষণা ও পরিকল্পনা বিভাগ দেশ-বিদেশে এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল প্রোগ্রামে বাংলাদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে ভর্তি হওয়া গবেষকদের বিভিন্ন বিভাগে গবেষণা বৃত্তি দেবে। এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে

আবেদনের শর্ত—

*আবেদনকারীকে অবশ্যই বাংলা ও অন্যান্য ভাষার ভাষা আন্দোলনের ইতিহাস; ভাষার ইতিহাস ও বিবর্তন; ভাষার সংরক্ষণ ও আন্তর্জাতিকীকরণের জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে আগ্রহী হতে হবে;

*আমাইয়ের যেকোনো কর্মকর্তা/কর্মচারী পেশাগত গবেষণার জন্য স্বল্পমেয়াদি (৬ মাস) ও দীর্ঘমেয়াদি (১০ মাস) গবেষণা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে, গবেষণা ব্যবস্থাপনা কমিটি আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন;

*কোনো সরকারি কর্মকর্তা (চল্লিশোর্ধ), অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়/কলেজের অধ্যাপক/সহকারী অধ্যাপক, কোনো অভিজ্ঞ গবেষক অথবা যেকোনো গবেষণা ইনস্টিটিউটে নিয়োজিত ব্যক্তিরা ফেলোশিপ গবেষণার জন্য গবেষণা বৃত্তির আবেদন করতে পারবেন। তবে গবেষকের অবশ্যই এমফিল/পিএইচডি ডিগ্রি ও স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে (আইএসএসএনসহ) কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে;

*যেকোনো ব্যক্তি/গবেষক যিনি এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভের জন্য কোনো স্বীকৃত দেশীয়/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রমসম্পর্কিত বিষয়ে ভর্তি প্রস্তাবপত্র এবং সুপারভাইজার/যথাযোগ্য কর্তৃপক্ষের সম্মতিপত্র পেয়েছেন, তিনি প্রয়োজনীয় নথিসহ এমফিল ও পিএইচডি গবেষণার জন্য গবেষণা বৃত্তির আবেদন করতে পারবেন;

*যেকোনো ব্যক্তি/গবেষক যিনি স্বীকৃত দেশীয়/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন এবং স্বীকৃত গবেষণা জার্নালে দুটি প্রবন্ধ প্রকাশ করেছেন, তিনি পোস্ট-ডক্টরাল গবেষণার জন্য প্রয়োজনীয় নথিসহ গবেষণা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

*অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের অধীনে গবেষণা কাজ করেন, এমন কোনো আবেদনকারী অন্য কোনো তহবিল/বৃত্তির অর্থায়ন পেলে তিনি আমাই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না;

*একই গবেষণা প্রস্তাব একাধিক বিভাগে জমা দেওয়া যাবে না;

*আমাই অর্থায়নকৃত সব পূর্ণকালীন (ফেলোশিপ, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল) গবেষণায় মনোনীত গবেষকেরা চলমান গবেষণাকাজ জমা না দেওয়া পর্যন্ত অন্য কোনো নতুন গবেষণা কাজে যুক্ত হতে পারবেন না;

*পেশাগত ও ফেলোশিপ বৃত্তির জন্য মনোনীত গবেষকদের গবেষণাকালীন দেশ-বিদেশে ভ্রমণ বা অবস্থানের জন্য আমাই কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে;

*গবেষণা কার্যক্রম পরিচালনা ও বরাদ্দকৃত অর্থ ব্যয়ের জন্য গবেষণা নির্দেশিকায় উল্লেখিত শর্তাবলি/নির্দেশাবলি অনুসরণ করতে হবে;

*আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে তাঁর জীবনীসহ প্রয়োজনীয় তথ্য ও গবেষণা কাজ/প্রকাশনার তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।

আবেদন যেভাবে—

আবেদনকারীকে এখানে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণের পর PDF, JPEG বা JPG ফরম্যাটে imli.moebd@email.com ঠিকানায় পাঠাতে হবে;

*দেশে ও দেশের বাইরের গবেষকদের গবেষণা প্রস্তাবের একটি সফট কপি এমএস ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে imli.moebd@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফি—

*আবেদনকারীকে এক হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে (যেকোনো নির্ধারিত ব্যাংকের যেকোনো শাখা থেকে ইস্যু করা হবে); এবং

*পরিচালক (প্রশাসন ও অর্থ), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, অগ্রণী ব্যাংক পিএলসি, জাতীয় প্রেসক্লাব শাখার পক্ষে থাকবে;

*বাংলাদেশের বাইরে অবস্থানরত আবেদনকারী স্থানীয় প্রতিনিধির মাধ্যমে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দেবেন;

আবেদনের শেষ তারিখ—

আগ্রহী প্রার্থীদের ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

*আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.