এমপিওভুক্ত ৬৮ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

0
185
এনটিআরটিসিএ

স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬৮ হাজারের বেশি শিক্ষক পদের শূন্যতা পূরণে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার।

বুধবার শিক্ষক নিয়োগ সুপারিশের এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক হিসেবে নিয়োগ সুপারিশ পেতে আগ্রহীরা ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৯ জানুয়ারি। প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে।

এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শূন্য পদের ভিত্তিতে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরটিসিএ’র ওয়েবসাইটে ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

এসব শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে রয়েছে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে ৩৬ হাজার ৮৮২টি।

আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের এ দুটি লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা এনটিআরসিএ’র ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.