এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ‘চমৎকার নারী’ বললেন ট্রাম্প

0
661
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেন। ছবি: এএফপি

বরাবরের মতোই অল্প সময়ের ব্যবধানে মন্তব্য পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেনকে ‘ন্যাস্টি,’ সোজা বাংলায় ‘জঘন্য’ বলেছিলেন, দুদিন পর শুক্রবার তাঁকেই ‘চমৎকার নারী’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের চমৎকার আলাপ হয়েছে।…ডেনমার্কের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। পরে আলাপের ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তিনি খুব চমৎকার। তিনি কল দিয়েছিলেন। আমি এটিকে খুব ভালোভাবে নিয়েছি।’

দুই সপ্তাহের মধ্যে ট্রাম্পের ডেনমার্ক সফরে যাওয়ার কথা চূড়ান্ত ছিল। এর আগ দিয়ে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার বিষয়টি সামনে আসে। সোমবার গ্রিনল্যান্ড বিক্রির প্রশ্নটি ডেনমার্কের প্রধানমন্ত্রী হেসে উড়িয়ে দিয়ে বললেন, ‘এ এক অবাস্তব প্রস্তাব।’ ড্যানিশ প্রধানমন্ত্রীর মন্তব্য শুনে ট্রাম্প এক টুইটে ঘোষণা করলেন, এমন বক্তব্যের পর তিনি আর সে দেশ সফরে যাচ্ছেন না। বুধবার গ্রিনল্যান্ড নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী খুবই ‘ন্যাস্টি’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.