এনামুল হক ও ফারিয়া জীবনের জুটি গড়েছেন গত বছর জুনে। দুদিন আগে হয়ে গেল দুজনের বিবাহোত্তর সংবর্ধনা। ছবি: সংগৃহীত
এনামুল হক-সাব্বির রহমান—জাতীয় দলের দুই ক্রিকেটার বিয়ে করেছিলেন আগে। সম্প্রতি হয়ে গেল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। জীবনের ২২ গজে দুজন কেমন জুটি গড়লেন, ছবি ছবিতে দেখে নেওয়া যেতে পারে—
জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান বিয়ে করেছেন গত মার্চে। কনের নাম মালিহা তাসনিম অর্পা। মিরপুরের একটি কনভেনশন হলে গতকাল মঙ্গলবার বিবাহোত্তর সংবর্ধনা হলো দুজনের। ছবি: বিসিবির সৌজন্যআমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ—প্রিয়তম স্ত্রীকে সেটিই কি বলতে চাইছেন এনামুল হক? ছবি: সংগৃহীতআজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে—অর্পাকে যেন এ গানটাই গেয়ে শোনাচ্ছেন সাব্বির। ছবি: বিসিবির সৌজন্যেএনামুল হককে শুভকামনা জানাতে এসেছিলেন জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম-তাইজুল ইসলামরাও। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট...
তিস্তা থেকে পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে নতুন করে দুটি খাল খনন বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল পাঠিয়েছে ঢাকা। এ ছাড়া...