সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সভায় শনিবারের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহারসহ তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার এই কর্মসূচি করার ঘোষণা ছিল।
বাকি দুই সিদ্ধান্ত হচ্ছে— এনবিআর কর্মকর্তাদের বদলি আদেশ পুনর্বিবেচনা ও আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা হবে।
গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এই সভা অনুষ্ঠিত হয়। তাতে কর্মসূচি প্রত্যাহার করে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দফতরে অবস্থান করে কাজে মনোনিবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
এতে বলা হয়, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং সংস্থাটির ১৬ জন সদস্য অংশ নেন।
মঙ্গলবার অনুষ্ঠেয় সভায় আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে বলে সরকার প্রত্যাশা করে, তা উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

















