এনজিওর লোক আমাজনে আগুন দিচ্ছে: ব্রাজিলের প্রেসিডেন্ট

0
709
আগুনে পুড়ে যাওয়া বন। রয়টার্স

আমাজন বনাঞ্চলে এনজিওর লোকজন ‘আগুন দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জার বোলসোনারো।

তবে বোলসোনারো তার অভিযোগ প্রমাণ করতে পারেননি। খবর রয়টার্সের।

এদিকে পরিবেশ সংরক্ষণবাদীরা অভিযোগ করেছেন, ব্রাজিলের কট্টরপন্থি প্রেসিডেন্ট বোলসোনেরো কাঠুরে ও কৃষকদের বনটি উজাড়ে উৎসাহ দিচ্ছেন।

যদিও ব্রাজিলে শুষ্ক মৌসুমে দাবানল স্বাভাবিক ঘটনা। তবে গবাদিপশুর চারণভূমি সৃষ্টি করতে আমাজনের অনেক এলাকায় ইচ্ছা করেও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ‘দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ’ (ইনপে) জানায়, উপগ্রহ থেকে পাওয়া ছবিতে তারা এ বছর প্রথম আট মাসেই আমাজন বনাঞ্চলে রেকর্ড ৭২ হাজারের বেশি বার আগুন লাগার প্রমাণ পেয়েছেন। এ সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৮৩ শতাংশ বেশি।

ইনপের ওই প্রতিবেদন প্রকাশের পর ‘ফেইসবুক লাইভে’ বোলসোনারো বলেন, যা ঘটছে তার সবকিছুই এনজিও’র লোকদের আমাজানে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে আসার দিকে ইঙ্গিত করছে।

তার কাছে কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো লিখিত পরিকল্পনা নেই। লিখিত পরিকল্পনা করে এটা করা হয় না। অপরাধ ঘটছে। কারণ এইসব লোকজন অর্থের অভাবে পড়েছে।

কর্তৃপক্ষ আমাজান বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে বলে ওই লাইভে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.