ভারতের আসামের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের কাউকেই গ্রেফতার করা হবে না এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সবাই আগের মতোই রাষ্ট্রীয় অধিকার ভোগ করবেন।
রোববার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমে এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে।
শনিবার সকালে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স-এনআরসির (নাগরিকপঞ্জি) চূড়ান্ত তালিকা প্রকাশ করে আসাম সরকার। ওই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যারা চূড়ান্ত তালিকায় স্থান পাননি তাদের ‘রাষ্ট্রহীন’ বলা যাবে না, আইনত ‘বিদেশি’ও বলা যাবে না।
ওইসব ব্যক্তি যে সুবিধা সে ভোগ করে আসছেন, তাতে কোনো হেরফের ঘটানো হবে না বলেও জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, তালিকায় নাম না থাকা মানুষজনকে বিনা খরচে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।