এডিস মশা নিধনে আজ থেকে ‘চিরুনি অভিযান’ ডিএনসিসির

0
814
এডিস মশা নিধন। ফা্ইল ছবি

এডিস মশা নির্মূলের লক্ষ্যে মঙ্গলবার থেকে ‘চিরুনি অভিযান’ শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

প্রতিটি ওয়ার্ডকে ১০টি ব্লকে ভাগ করে প্রতিদিন একটি ব্লকে অভিযান চলবে। এ সময় একটি ব্লক সম্পূর্ণরূপে পরিষ্কার ও এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে। এভাবে ১০ দিনে একটি ওয়ার্ডকে এডিস মশামুক্ত করা হবে।

ডিএনসিসি জানিয়েছে, সোমবার গুলশান ফজলে রাব্বী পার্কে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম চিরুনি অভিযানের নেতৃত্ব দেবেন।

এদিকে বিশ্ব মশা দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাকে পরিচ্ছন্ন ও এডিস মশামুক্ত করার উদ্যোগ নিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ। সকাল ১১টায় অনুষ্ঠেয় এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সব গণমাধ্যম কর্মীকে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.