৭ জুন মুক্তির পর থেকেই আলোচনায় হিন্দি ছবি ‘মুনজ্যা’। অল্প বাজেটের ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসাসফল হয়েছে। ছবিতে অভিনয় করে আলোচনায় অভিনেত্রী শর্বরী। বিশেষে করে ‘মুনজ্যা’র আইটেম গান ‘তারাস’ নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত।

এখন অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পেলেও শর্বরী শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবেঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

লাভ রঞ্জন, সঞ্জয় লীলা বানসালির মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন শর্বরী। ২০২০ সালে কবীর খানের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি-আজাদি কে লিয়ে’ দিয়ে অভিনয়ে নাম লেখান তিনি অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২০২১ সালে যশরাজ ফিল্মের ‘বান্টি অওর বাবলি ২’ দিয়ে শর্বরীর বড় পর্দায় অভিষেক হয়। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান তিনিঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কয়েক বছর ধরে অভিনয় করলেও শর্বরী এখন চর্চায় ‘মুনজ্যা’ সিনেমা দিয়ে। ভারতীয় লোককাহিনির প্রেরণায় সুপার ন্যাচারাল হরর-কমেডি ‘মুনজ্যা’ সিনেমাটি বানিয়েছেন আদিত্য সারপোতদার। এতে শর্বরী ছাড়াও অভিনয় করেছেন অভয় ভার্মা ও মোনা সিংঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ছবিটির আইটেম গান ‘তারাস’-এ তাঁর আবেদনময়ী উপস্থিতি দিয়ে নিজের দিকে সব আলো কেড়ে নিয়েছেন শর্বরীঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সামনেই তাঁকে দেখা যাবে ‘মহারাজ’ ছবিতে। এ ছবিতে আরও আছে জুনায়েদ খান ও শালিনী পান্ডেঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এ ছাড়া জন আব্রাহামের সঙ্গে ‘বেদা’ ছবিতেও আছেন শর্বরী। তাঁকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সেওঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে