‘এক কোটি টাকা লাগলেও দেব, কমিটি আমার লাগবে’

কুয়েট ছাত্রলীগ সভাপতির ফোনালাপ

0
172
রুদ্র নীল সিংহ শুভ।

‘ভাই, যদি এক কোটি টাকা লাগে, আমি দেব, কমিটি আমার লাগবে।’ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ফোনালাপের অডিওতে এমনটি বলতে শোনা যায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগের সভাপতি রুদ্র নীল সিংহ শুভকে। ১৩ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ফোনালাপে কমিটি গঠনের জন্য টাকা খরচ হচ্ছে বলেও জানান তিনি। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে চাঁদা দাবি করছিলেন রুদ্র নীল। ফলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এর আগে কুয়েট শিক্ষক হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শুভকে সভাপতি করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়।

ফোনালাপের অডিও প্রসঙ্গে সভাপতি রুদ্র নীল সিংহ সমকালকে বলেন, ‘ওই কণ্ঠ আমার নয়। বিভিন্ন সময় দেওয়া বক্তব্য যুক্ত করে ভুয়া ওই অডিও তৈরি করা হয়েছে।’

তবে কুয়েট ছাত্রলীগের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা নিশ্চিত করেছেন, ভাইরাল হওয়া অডিওর বক্তব্য রুদ্র নীলের।

গত ১০ অক্টোবর কুয়েট ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। কমিটিতে রুদ্র নীল সিংহ শুভকে সভাপতি, তরিকুল ইসলাম তিলককে সহ-সভাপতি, এ কে এম নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বি সিয়ামকে যুগ্ম সাধারণ সম্পাদক, রাগিব হাসান মুন্না ও সুজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক হয়।

এর মধ্যে কুয়েটের শিক্ষক অধ্যাপক ড. সেলিম হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকায় সভাপতি রুদ্র নীল সিংহ শুভ ও সাংগঠনিক সম্পাদক এস এম রাগিব আহসান মুন্নাকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার ও আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের দিয়ে কমিটি গঠন করা নিয়ে গত ১৬ সেপ্টেম্বর সমকালে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীমহলে সমালোচনার জন্ম দেয়। এরই মধ্যে গতকাল অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ছাত্রলীগ সভাপতির কথোপকথনের অডিও ফাঁস হলো।

অডিওতে রুদ্র নীল সিংহ শুভকে বলতে শোনা যায়, ‘কমিটি হইলে এই মাসে হবে, না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে হবে। কেন্দ্রই করে দেবে, সম্মেলন-টম্মেলন কিচ্ছু হবে না। সবাই যে যার মতো দৌড়াচ্ছে।’

নানা কথার একপর্যায়ে রুদ্র নীল বলেন, ‘এখন আপাতত ৫০ হাজার টাকা দেন। আর যেদিন কমিটি সাইন হবে, তার এক-দুই দিন আগে বড় একটা অ্যামাউন্টের টাকা লাগবে। ধরেন আমার কাছে কিছু আছে। আরও কিছু যদি লাগে, সেডা আপনারে বললাম।’

কত টাকা লাগতে পারে এমন প্রশ্নে রুদ্র নীল বলেন, ‘ভাই, যদি এক কোটি টাকা লাগে, আমি এক কোটি দেব। কমিটি আমার লাগবে। যা লাগবে তাই দেব, তবে কমিটি লাগবে।’

ফোনের ওপর প্রান্তে থাকা ব্যক্তি ওই মুহূর্তে টাকা দিতে পারবেন না জানালে রুদ্র নীল বলেন, ‘কালকে পুরোটা না পারেন, কিছু টাকা দিতে পারবেন না? বাকিটা রোববারে দিলেন।’

পরে কুয়েট ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ওপরওয়ালা যদি ক্ষমতা দেয়, সম্মান দেয়; তবে আমি আপনার উপকার ভুলব না। এই যে প্রেসিডেন্ট-সেক্রেটারি হওয়ার জন্য এত চেষ্টা করছি…ক্যারিয়ার নষ্ট করেছি, কারণ কী? কারণ তো অবশ্য আছে। এই কারণগুলো যখন ডিল করব, তখন আমার নিজস্ব লোক তো লাগবে। ওই লোকগুলো কারা হবে…আপনারাই হবেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.