এক ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি

0
149
পটুয়াখালীর কুয়াকাটা–সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ, ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে ইলিশটি বিক্রি হয়।

ইদ্রিস নামের এক জেলের জালে ২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়ে। নিলামে ১২ হাজার ৩৯ টাকায় তা কিনে নেন বশির গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি পটুয়াখালীর এক ক্রেতার কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন।

ইদ্রিস নামের এক জেলের জালে ২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়ে

গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী বলেন, এত বড় ইলিশ এ বাজারে এখন খুব কম দেখা যায়। ইলিশটি আমি নিলামে কিনে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় বিক্রি করি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। এটি বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.