এক্সপ্রেসওয়েতে বেড়েছে চাপ, ৮ কিলোমিটার যানজট

0
60
এক্সপ্রেসওয়ে
স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানবাহনের জট লেগেছে।
 
শুক্রবার (১৪ জুন) ভোর থেকে যানবাহন চাপ বাড়তে থাকে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
 
এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল গ্রহণে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সেতু এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে।
 
মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল ইসলাম গণমাধ্যমকে বলেন, টোল প্লাজা থেকে প্রায় ছনবাড়ি পর্যন্ত ৮ কিলোমিটার এই জট রয়েছে। ভোর থেকে একসঙ্গে এত গাড়ি এবং পদ্মা সেতুর ওজন পরিমাপক যন্ত্র অপারেটর কাজে যারা জড়িত তাদের ধীরগতির কারণে মহাসড়কে ট্রাকের জট লেগে যায়।
 
ওয়েট স্কেলের লোকজনের সঙ্গে কথা বলে দ্রুত ট্রাক সরাতে পারলে কিছুটা যানজট কমতে পাড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.