মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, (দেশে) একের পর এক দুর্ঘটনা ঘটছে। এটি এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে। জনমানুষের জন্য ক্ষতিকর যেকোনো বিষয়কে প্রতিরোধ করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা অপঘাতমূলক কি না তা জানতে হবে উল্লেখ করে কামাল উদ্দিন আহমেদ বলেন, (গুলিস্তানে বিস্ফোরণে) অনেকে প্রাণ হারিয়েছেন, এটি আমাদের জন্য অত্যন্ত মর্মবিদারক। বিস্ফোরণের কারণ অবশ্যই জানতে হবে।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ১৭ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আহত হয়েছেন শতাধিক।
নিহতদের মধ্যে ইতোমধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আহত আরও ১০ জন। আজ দ্বিতীয় দিনের মতো ভবনে উদ্ধার অভিযান চলছে।